১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পাঁচ দফা দাবিতে টঙ্গী জামায়াতের গণমিছিল

জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে টঙ্গীতে গণমিছিল করেছে গাজীপুর মহানগর জামায়াতে ইসলামী।

শুক্রবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে টঙ্গীর শালিকচূড়া এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে স্টেশন রোড বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন গাজীপুর-৬ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ড. হাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মঞ্জুরুল ইসলাম ভূইয়া, গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিন, নায়েবে আমির খায়রুল হাসান, মো. হোসেন আলী, সালাহ উদ্দিন আইয়ুবী, মহানগর সেক্রেটারি আ স ম ফারুক, আফজাল হোসাইন, পশ্চিম থানা জামাশাত আমীর আনোয়ার হোসেন ভূইয়া, পূর্ব থানা আমির নজরুল ইসলামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। 

মিছিলে বক্তারা বলেন, জুলাই সনদের ভিত্তিতে একটি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন ছাড়া দেশের চলমান রাজনৈতিক সংকটের সমাধান সম্ভব নয়। 

এদিন জামায়াতে ইসলামী গাজীপুর-৬ আসনে আনুষ্ঠানিকভাবে ড. হাফিজুর রহমানকে মনোনীত প্রার্থী ঘোষণা করে। প্রার্থী ঘোষণার পরপরই এ বিশাল গণমিছিলকে দলীয় প্রার্থীর শোডাউন হিসেবেই দেখা হচ্ছে।

সর্বশেষ