জুলাই গণঅভ্যুত্থান, স্বৈরাচার সরকারের পতন, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আজ রোববার (৩ আগস্ট) ‘ছাত্র সমাবেশ’ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এরই মধ্যে শাহবাগে প্রস্তুত করা হয়েছে মঞ্চ। স্লোগানে স্লোগানে আসছেন নেতাকর্মীরা।
বেলা আড়াইটায় আনুষ্ঠানিকভাবে ছাত্রদলের সমাবেশ শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও উপস্থিত থাকবেন দলের জ্যেষ্ঠ নেতারা ও সাবেক ছাত্রনেতারা। সমাবেশে সভাপতিত্ব করবেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সঞ্চালনায় থাকবেন সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।
এদিকে সমাবেশের কারণে জনদুর্ভোগের আশঙ্কায় দুঃখ প্রকাশ করেছে ছাত্রদল। একইসঙ্গে ব্যানার-ফেস্টুন, ব্যক্তিগত শোডাউন এড়িয়ে চলাসহ কয়েকটি নির্দেশনা অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।
সমাবেশ সামনে রেখে সারা দেশের নেতা-কর্মীদের রাজধানীতে আসার নির্দেশনা দিয়েছে সংগঠনটি। সমাবেশ থেকে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদলের ভূমিকা, তরুণদের কর্মসংস্থান এবং শিক্ষার্থীদের মানবসম্পদ হিসেবে গড়ে তোলার বার্তা দেওয়া হবে।