৪ঠা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই সফর, ১৪৪৭ হিজরি

বাংলাদেশ বিনির্মাণে ইসলামপন্থিদের পক্ষে শ্রমিক জনতাকে ঐক্যবদ্ধ হতে হবে: নজরুল ইসলাম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমীর, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরীর প্রধান উপদেষ্টা নজরুল ইসলাম বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের হেফাজত এবং সমৃদ্ধ দেশ গঠনে ইসলামপন্থিরা অধিকতর প্রতিশ্রুতিশীল। তাই একটি ইনসাফের বাংলাদেশ বিনির্মাণে ইসলামপন্থিদের পক্ষে জনগণকে রায় দেওয়ার আহ্বান জানাই। যে বাংলাদেশে শ্রমিকদের অধিকার সুরক্ষিত হবে। তাই শ্রমিকবান্ধব বাংলাদেশ বিনির্মাণে ইসলামপন্থিদের পক্ষে শ্রমিকজনতাকে ঐক্যবদ্ধ হতে হবে।

মঙ্গলবার (১৭ জুন) বিকেলে চট্টগ্রামের শ্রমিক কল্যাণ ফেডারেশনের জামাল খানস্থ মহানগর কার্যালয়ে অনুষ্ঠিত এক দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দীর্ঘ দেড় দশক পর দেশের নাগরিকদের ভোটাধিকার ফিরে পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আমরা আশা করছি, ২০২৬ সালের অনুষ্ঠিতব্য নির্বাচনের জন্য অন্তবর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশন একটি লেবেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করবে। সেই প্রত্যাশা পূরন হলে আগামীর নির্বাচন একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে বলে আশা করা যায়। ২০২৬-এর এই নির্বাচন আগামীর বাংলাদেশ কেমন হবে, তা অনেকখানি নির্ধারণ করবে। তাই শ্রমিকজনতাসহ সকল নাগরিককে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে।

ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে এবং নগর সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরীর সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক,চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেন, চট্টগ্রামের শ্রমিক-মেহনতি মানুষের বহুল আকাঙ্ক্ষিত সুন্দর নগর ব্যবস্থাপনার জন্য প্রয়োজন দেশপ্রেমিক, জনদরদী ও দক্ষ নেতৃত্ব। চাঁদাবাজি, দুর্নীতি ও পেশিশক্তির রাজনীতি দিয়ে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, টেকসই উন্নযন এবং যথাযথ নাগরিকসেবা দেওয়া সম্ভব নয়। তাই গতানুগতিক রাজনীতি জনগণ আর দেখতে চায় না। জনগণ নতুন রাজনীতি দেখতে চায়, নতুন নেতৃত্ব পেতে চায়। সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত নেতৃত্ব দেখতে চায়। আমরা জনগণের প্রত্যাশিত সেই নেতৃত্ব উপহার দিতে বদ্ধপরিকর। ইনশাআল্লাহ, চব্বিশের গণ-আন্দোলনে রক্ত ও জীবন দেওয়া শহীদ-গাজীদের প্রত্যাশিত দেশগঠনে আমরা নিজেদের উজাড় করে দেবো।

অনুষ্ঠিত সম্মেলনে আরো বক্তব্য রাখেন ফেডারেশনের নগর সহ-সভাপতি মকবুল আহম্মেদ ভূঁইয়া, সহ-সাধারণ সম্পাদক অধ্যক্ষ আসাদ উল্লাহ আদিল, সাংগঠনিক সম্পাদক হামিদুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ নুরুন্নবী, অফিস সম্পাদক স ম শামীম, ট্রেড ইউনিয়ন সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রশিক্ষন সম্পাদক মুনিরুল ইসলাম মজুমদার, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ