গত রাতে ইরানের আরও একজন সিনিয়র সামরিক কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফ।
আইডিএফ বলছে ইরানের সামরিক বাহিনীর ওই কমান্ডারের নাম আলী শাদমানি।
শাদমানি দেশটির সামরিক সদরদপ্তরের দায়িত্ব নিয়েছিলেন।
এই দপ্তরই দেশটির এলিট ফোর্স রেভ্যলুউশনারি গার্ড ও নিয়মিত সেনাবাহিনীর যৌথ সামরিক কার্যক্রমের পরিকল্পনা করে থাকে।
গত সপ্তাহে ইসরায়েলের হামলায় গোলামালি রাশিদ নিহত হবার পর শাদমানি এই দায়িত্ব নিয়েছিলেন।
তবে ইরানের সংবাদ মাধ্যমে এখনো এ বিষয়ে কোন খবর প্রকাশ করা হয়নি। খবর বিবিসির