৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই সফর, ১৪৪৭ হিজরি

আজ থেকে তৈরি পোশাক কারখানায় গ্যাস সংকট থাকবে না: জ্বালানি উপদেষ্টা

আজ থেকে তৈরি পোশাক কারখানাগুলোতে গ্যাস সংকট থাকবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। আজ শনিবার সকালে সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকার নতুন জোনে অবস্থিত বিদ্যুৎ এর পাওয়ার প্লান্ট পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, আজ থেকে সব পোশাক কারখানায় সরবরাহ বাড়বে এবং চারটা নতুন এলএমজি কারগো আনা হয়েছে এবং সরবরাহ শুরু হয়ে গেছে তাই আজ থেকে গ্যাস সংকট থাকবে না।

তিনি আরও বলেন,পল্লী বিদ্যুৎ সমিতিতে আন্দোলন করার কোনো কারণ নেই এবং কোনো অচল অবস্থাও নেই। আন্দোলকারীদের যেসব দাবি দাওয়া আছে যেগুলো যৌক্তিক, সেগুলো সমাধান করার চেষ্টা করা হবে বলেও জানান তিনি।

এর আগে উপদেষ্টা আশুলিয়ার পল্লীবিদ্যুৎ অফিস পরিদর্শন করেন। এসময় সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ