৩রা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই সফর, ১৪৪৭ হিজরি

বাংলাদেশ নতুন করে তৈরির সুযোগ এসেছে: মির্জা ফখরুল

বাংলাদেশ নতুন করে তৈরি করার সুযোগ এসেছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ রবিবার রাজধানীর শাহবাগে ছাত্রদলের সমাবেশে এ কথা বলেন মির্জা ফখরুল।

মির্জা ফখরুল বলেন, ‘তরুণরা নতুন স্বপ্ন দেখাতে শুরু করেছে। আমাদের সামনে নতুন সুযোগ সৃষ্টি হয়ে এই বাংলাদেশকে নতুন করে তৈরি করার। সারাদেশ থেকে তরুণ এখানে এসেছেন। এটা অত্যন্ত আনন্দের দিন। একই সঙ্গে কষ্টের দিন। গত বছর এই দিনে আমাদের দেশের মানুষকে হত্যা করছিল আওয়ামী লীগ।’

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে মির্জা ফখরুল বলেন, ‘শুধু ৩৬ দিনের আন্দোলন নয়। গত ১৬ বছর ধরে আমাদের নেতাকর্মী জীবন দিয়েছে। শুধুমাত্র সুন্দর একটা বসবাসযোগ্য আবাস ভূমি হিসেবে বাংলাদেশকে দেখার জন্য।’

বিএনপির মহাসচিব বলেন, ‘আজকে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। অনেক চেষ্টা করা হচ্ছে আমাদের বিভক্ত করার জন্য। আমাদের পাশের দেশ শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। সেখান থেকে মাঝে হুমকি দিচ্ছে। দেশকে অস্থিতিশীল তৈরির চেষ্টা করছে৷ বাংলাদেশে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে কোনো দিন রাজনীতি করার সুযোগ দেব না।’

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি উপস্থিত রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সর্বশেষ