৩রা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই সফর, ১৪৪৭ হিজরি

বয়কটের পর ঐকমত্য কমিশনের সংলাপে ফিরছে জামায়াত

এক দিনের বয়কটের পর জাতীয় ঐকমত্য কমিশনের আয়োজনে দ্বিতীয় ধাপের মুলতবি সংলাপে অংশ নিতে যাচ্ছে জামায়াতে ইসলামী। আজ বুধবার (১৮ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, সংলাপে যোগ দেওয়ার ব্যাপারে তারা ইতিবাচকভাবে চিন্তা করেছেন।

সম্প্রতি লন্ডনে সফরকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠক শেষে যৌথ বিবৃতিতে আগামী ফেব্রুয়ারিতে রমজানের আগে জাতীয় নির্বাচনের সম্ভাব্য দিনের কথা ঘোষণা করা হয়। এই ঘোষণায় জামায়াতকে ‘উপেক্ষা’ করা হয়েছে দাবি করে দলটি প্রতিবাদস্বরূপ গতকাল মঙ্গলবারের সংলাপ বয়কট করেছিল।

তবে, পরে সরকারের পক্ষ থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হয় এবং দলটিকে লন্ডন বৈঠকের বিষয়ে আশ্বস্ত করা হয়েছে বলে সরকারি একটি সূত্রে জানা গেছে।

মঙ্গলবারের সংলাপে অংশ না নেওয়ার কারণ প্রসঙ্গে হামিদুর রহমান আযাদ সংবাদমাধ্যমকে বলেন, “বিষয়টি আমরা সংলাপস্থলে আনুষ্ঠানিকভাবে জানাব।”

জানা গেছে, জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আযাদ সংলাপে অংশ নেবেন।

সর্বশেষ