৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই সফর, ১৪৪৭ হিজরি

গাজায় সাংবাদিকের বাড়িতে ইসরায়েলি বোমা হামলা, নিহত ৮

উত্তর গাজায় সাংবাদিক ওসামা আল-আরবিদের বাড়িতে ইসরায়েলি হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। সারা গাজা উপত্যকায় ভোর থেকে এখন পর্যন্ত অন্তত ১৫ জন নিহত হয়েছে। খবর আল জাজিরার

ইসরায়েলি সেনাবাহিনী গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন নামক বিতর্কিত একটি সাহায্য পয়েন্টে সাহায্যের জন্য ভিড় করা জনতার ওপর গুলি চালালে অন্তত তিনজন ফিলিস্তিনি নিহত এবং ৪৬ জন আহত হন।

এই সংগঠনটি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত হলেও, জাতিসংঘ এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো অভিযোগ করছে যে এটি মানবিক নীতিমালা মানছে না এবং এর কার্যক্রম আরও প্রাণহানি ডেকে আনছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলের গাজায় চলমান যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ৫৪,০৫৬ জন ফিলিস্তিনি নিহত এবং ১,২৩,১২৯ জন আহত হয়েছেন। গাজার সরকারি মিডিয়া অফিস বলছে, ধ্বংসস্তুপের নিচে এখনও হাজারো মানুষ নিখোঁজ থাকায় প্রকৃত মৃতের সংখ্যা ৬১,৭০০ ছাড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে চালানো হামলায় ইসরায়েলে আনুমানিক ১,১৩৯ জন নিহত হন এবং ২০০-র বেশি মানুষ অপহৃত হন।

 

সর্বশেষ