১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

খুলনায় পিকআপ-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩

খুলনার ডুমুরিয়ায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকের ৩ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন।

সোমবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে।

ফায়ার সার্ভিস জানায়, ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই ইজিবাইকের দু’জন যাত্রী নিহত হন। খবর পেয়ে সকাল ৮টা ৪২ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছায় ডুমুরিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট। পরে আহত ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

সর্বশেষ