২৬শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা রবিউস সানি, ১৪৪৭ হিজরি

আত্মরক্ষার জন্য ইরান ‘সব বিকল্প’ সংরক্ষণ করে রেখেছে : পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্রের এ হামলাকে ‘গর্হিত’ বলে নিন্দা জানিয়েছেন। তিনি জানিয়েছেন, ‘ইরান তার সার্বভৌমত্ব রক্ষার জন্য সব বিকল্প সংরক্ষণ করছে।’

রোববার (২২ জুন) বিবিসি এ তথ্য জানিয়েছে।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় বলেছেন, ‘আজ সকালের ঘটনাগুলো ভয়াবহ এবং এর পরিণতি চিরস্থায়ী হবে। জাতিসঙ্ঘের প্রতিটি সদস্যকে এই অত্যন্ত বিপদজনক, আইনহীন এবং অপরাধমূলক আচরণের জন্য সতর্ক থাকতে হবে।’

জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদের সদস্য হিসেবে যুক্তরাষ্ট্র জাতিসঙ্ঘ সনদের ‘গুরুতর লঙ্ঘন’ করেছে বলেও যোগ করেছেন আরাগচি।

এদিকে ইরানের পরমাণু শক্তি সংস্থা ফোরদোসহ তিন পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের ‘বর্বর হামলার’ তীব্র নিন্দা জানিয়েছে। এক বিবৃতিতে সংস্থাটি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার ‘উদাসীনতা এবং এমনকি সহাবস্থানের’ অভিযোগেরও সমালোচনা করেছে।

বৈশ্বিক সম্প্রদায়ের প্রতি ‘এই হামলাগুলোর নিন্দা এবং ইরানের ন্যায্য অবস্থানকে সমর্থন জানানোর’ আহ্বান জানিয়েছে ইরানের পরমাণু শক্তি সংস্থা।

সংস্থাটি বলছে, ‘শত্রুদের ষড়যন্ত্রমূলক পরিকল্পনা থাকলেও ইরানের বিজ্ঞানী ও বিশেষজ্ঞরা দেশের পরমাণু কর্মসূচীকে বিরামহীনভাবে এগিয়ে নিয়ে যাবেন।’

সংস্থাটি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে যার মধ্যে আইনি ব্যবস্থা অন্তর্ভুক্ত থাকবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ