১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

জনগণকে ভোটাধিকার বঞ্চিত করার পাঁয়তারা শুরু হয়েছে: মির্জা ফখরুল

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পথে ‘কালো ছায়া’ দেখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি নেতা-কর্মীদের যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (২০ মে) বিকেলে আয়োজিত এক সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে দেওয়া বক্তব্যে মির্জা ফখরুল এ আহ্বান জানান।

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এই সভা অনুষ্ঠিত হয়। থাইল্যান্ডের ব্যাংককের একটি হাসপাতাল থেকে ভার্চ্যুয়ালি সভায় যুক্ত হন মির্জা ফখরুল।

তিনি বলেন, ছাত্রদের রক্তের বিনিময়ে যে নতুন একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে, গণতন্ত্র এবং ফ্যাসিবাদমুক্ত আধুনিক বাংলাদেশ প্রতিষ্ঠা করার, সেখানে আমরা দেখছি একটা কালো ছায়া এসে দাঁড়াচ্ছে। সুপরিকল্পিতভাবে নির্বাচন পিছিয়ে দেওয়া, জনগণকে অধিকার থেকে বঞ্চিত করা এবং ভোটের অধিকার থেকে বঞ্চিত করার পাঁয়তারা শুরু হয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, আপনারা নিশ্চয়ই দেখছেন যে বিভাজনের রাজনীতি আবার শুরু হয়েছে। সরকারের বিভিন্ন ইনস্টিটিউশনগুলোকে পরস্পরের মুখোমুখি করার একটা ষড়যন্ত্র-চক্রান্ত শুরু হয়েছে। কিছু মানুষ সরকারের মধ্যে অনুপ্রবেশ করে বাংলাদেশকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে।

গত ১৩ মে চোখের জটিলতা দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য ব্যাংককে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একদিন পর হাসপাতালে ভর্তি হয়েই তার বাম চোখে সফল অস্ত্রোপচার হয়। এখন সেখানে চিকিৎসা নিচ্ছেন তিনি। সঙ্গে তার সহধর্মিনী রাহাত আরা বেগমও রয়েছেন।

সর্বশেষ