১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মাগুরার শিশু ধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড, ৩ জন খালাস

মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড এবং তিনজনকে খালাস দিয়েছেন আদালত। আজ শনিবার (১৭ মে) এ রায় ঘোষণা করা হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন হিটু শেখ। খালাসপ্রাপ্ত তিন আসামি হলেন-হিটু শেখের স্ত্রী জাহেদা বেগম ও দুই ছেলে।

৮ বছরের শিশু আছিয়া গত ৬ মার্চ মাগুরা শহরতলীর নিজনান্দুয়ালী গ্রামে বড় বোনের বাড়িতে বেড়াতে এসে বোনের শ্বশুর হিটু শেখের দ্বারা ধর্ষণের শিকার হয়। ৯ মার্চ আছিয়ার মা আয়েশা খাতুন মাগুরা সদর থানায় মামলা করলে পুলিশ চারজনকে গ্রেপ্তার করে।

গুরুতর অবস্থায় আছিয়াকে প্রথমে মাগুরা সদর হাসপাতাল, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সবশেষে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ তার মৃত্যু হয়।

সর্বশেষ