৪ঠা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই সফর, ১৪৪৭ হিজরি

সকল প্রতিষ্ঠান ও শিল্প কলকারখানায় অবিলম্বে সিবিএ নির্বাচন দিতে হবে : এস এম লুৎফর রহমান

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরের সভাপতি এস এম লুৎফর রহমান সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিল্প কলকারখানায় অবিলম্বে সিবিএ নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন।

তিনি আজ ফেডারেশনের চট্টগ্রাম মহানগরের দায়িত্বশীল বৈঠকে সভাপতির বক্তব্যে এই দাবি জানান। নগর সহ-সাধারণ সম্পাদক আসাদ উল্লাহ আদিল-এর সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন মহানগরীর সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হামিদুল ইসলাম, কোষাধ্যক্ষ মুহাম্মদ নুরুন্নবী , দপ্তর সম্পাদক স.ম.শামীম,ট্রেড ইউনিয়ন সম্পাদক মুহাম্মদ জাহাঙ্গীর আলম, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক ইঞ্জি: সাইফুল ইসলাম প্রমূখ।

এস এম লুৎফর রহমান ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসরদের নিষিদ্ধ করে প্রজ্ঞাপন প্রকাশ করায় অন্তবর্তী সরকারকে ধন্যবাদ জানান। একই সাথে ছাত্র ও শ্রমিক জনতাকে দেশি বিদেশি ষড়যন্ত্র সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান।

এস এম লুৎফর রহমান বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যে সব শ্রমিক সংগঠন সরকারকে অন্যায়কে প্রশ্রয় দিয়েছে তারে বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা জানান। ফ্যাসিস্ট সরকারের ছত্রছায়ায় যে সব ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠা করা হয়েছিল সে সব ট্রেড ইউনিয়নের নিবন্ধন বাতিল করার দাবি জানান।

তিনি বলেন ফ্যাসিস্ট সরকারের আমলে সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিল্প কলকারখানায় সিবিএ দখল করেছিল তাদের গ্রেফতার করার দাবি জানান। তাদের লুটপাট ও সকল প্রকার দুর্নীতির তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার জন্য দুদকের প্রদিত আহ্বান জানান। বিআরটিএ ও পরিবহন সেক্টরে ঘাপটি মেরে বসে থাকা দানব শাহজাহান খানের দোসরদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এস এম লুৎফর রহমান বলেন, আওয়ামী আমলে শ্রমিকদের দাস বানানো হয়েছিল। আউটসোসিং নামক এই আধুনিক দাসপ্রথা বিলুপ্তির আহ্বান জানান। তিনি বলেন শ্রমিকদের স্থায়ীভাবে নিয়োগ দিতে হবে। তাদের নিয়োগপত্র দিতে হবে। শ্রমিকদের যাবতীয় সুযোগ সুবিধা প্রদান করতে হবে। বিদেশি বিনিয়োগে যে সব ইপিজেড করা হবে সেখানে বাংলাদেশি শ্রমিকদের অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি

সর্বশেষ