১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আইপিএল আবার শুরু করার উদ্যোগ

ভারত-পাকিস্তান সংঘাতের পরিপ্রেক্ষিতে আইপিএল সাতদিনের জন্য স্থগিত রাখা হয়েছিল। যুদ্ধবিরতির পর আবার তা শুরু করার জন্য উদ্য়োগ নিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।

বোর্ডের সচিব দেবজিৎ শইকিয়া জানিয়েছেন, ‘‘আইপিএল আবার শুরু করার জন্য কেন্দ্রীয় সরকারের অনুমতি লাগবে।

আইপিএলের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করতে হবে।’’

তিনি জানিয়েছেন, সোমবারের মধ্যে ১০টি দলের কর্তৃপক্ষ, সম্প্রচারকারী চ্যানেল, বিভিন্ন রাজ্যের ক্রিকেট সংস্থা, স্পনসর সবার সঙ্গে বোর্ড কর্তারা কথা বলবেন। আলোচনা করা হতে পারে বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গেও। সব কিছু ঠিক থাকলে তারপর আইপিএলের বাকি অংশের নতুন সূচি ঘোষণা করা হবে।” আইপিএলে গ্রুপ পর্যায়ে ১২টি ও চূড়ান্ত পর্যায়ে চারটি ম্যাচ বাকি আছে।

সর্বশেষ