২৫শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা রবিউস সানি, ১৪৪৭ হিজরি

কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ আটক ৪

কুমিল্লার চৌদ্দগ্রামে সেনাবাহিনীর যৌথ টহল দলের অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ চারজনকে আটক করা হয়েছে।

বুধবার (৭ মে) দিনগত রাত ১টার দিকে সেনা সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে লালারপুল এলাকার জোনাকি হোটেলের পেছনে অভিযান পরিচালনা করে।

এ সময় ১২৫ কেজি গাঁজা, ৪২৪ বোতল ফেনসিডিল, সাত লিটার চোলাই মদ, মদ তৈরির কাঁচামাল, বিয়ার, মদ, ইয়াবা ও নগদ ১৭ হাজার টাকাসহ চার মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় একজন পালিয়ে যায়।

বৃহস্পতিবার (৮ মে) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সদর ক্যাম্প কমান্ডার।

আটককৃতরা হলেন—রংপুর জেলার কাউনিয়া আল আমিন (২০), কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার আব্দুর রহিম (১৪), রাজীব (৩০) ও মোহাম্মদ ইউসুফ (২৭)।

সেনাবাহিনী জানায়, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ