১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

গাজায় ইসরায়েল বাহিনী এখনও বেশিরভাগ সাহায্য আটকে রেখেছে

গাজা সরকারের মিডিয়া অফিস বলেছে, বিরতির চুক্তি কার্যকর হওয়ার পর থেকে কেবলমাত্র ২৪ % সাহায্য গাজায় প্রবেশ করেছে। ওয়াশিংটন মধ্যস্থতায় হওয়া ওই বিরতি সংক্রান্ত চুক্তির অংশ হিসেবে ইতিমধ্যেই কিছু হিউম্যানিটারিয়ান ট্রাক এবং বাণিজ্যিক যানবাহন কোণঠাসা গাজায় প্রবেশ করেছে। খবর আল জাজিরার

শনিবার এক বিবৃতিতে বলেছে, ১০ অক্টোবর থেকে ৩১ অক্টোবরের মধ্যে মোট ৩,২০৩টি বাণিজ্য ও সাহায্য ট্রাক গাজার মধ্য দিয়ে প্রবেশ করেছে। এই অঙ্ক প্রতিদিন গড়ে ১৪৫টি ট্রাক হয় — যা প্রতিদিন প্রবেশ করা ৬০০ ট্রাকের চুক্তির তুলনায় মাত্র ২৪ % মাত্রা।

“আমরা ইস্রায়েলি দখলদার শক্তিকে সহযোগিতা ট্রাক এবং বাণিজ্যিক যানবাহনের প্রতিবন্ধকতার জন্য কঠোর নিন্দা জানাই এবং গাজা স্ট্রিপে ২৪ লক্ষেরও বেশি মানুষের মুখোমুখি মানবিক সংকটের জন্য তাদের পুরোপুরি দায়ী রাখি,” বিবৃতিতে বলা হয়েছে।

সঙ্গে তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও অন্যান্য মধ্যস্থকারদের প্রতি আহ্বান জানিয়েছে, “কোনো শর্ত বা সীমাবদ্ধতা ছাড়াই হিউম্যানিটারিয়ান সাহায্য গাজায় প্রবেশ করতে দিতে ইস্রায়েলের ওপর চাপ দিন।”

চুক্তি কার্যকর হওয়ার পর থেকে কিছুটা সাহায্য বাড়লেও, গাজার সাধারণ মানুষ এখনও খাদ্য, পানি, ওষুধ ও অন্যান্য গুরুত্বপূর্ণ সরবরাহের কঠিন ঘাটতির মুখে পড়ছে — কারণ ইস্রায়েলি সীমাবদ্ধতা এখনও রয়েছে।

অনেকে পলাতক আশ্রয়/বসবাসযোগ্য ভবনও হারিয়েছেন, কারণ তাদের ঘর ও আশপাশের এলাকা ইহুদি রাষ্ট্রের দুই বছরের সামরিক বোমাবর্ষণে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

 

সর্বশেষ