১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আমিরাতে কারাবন্দি জুলাইযোদ্ধার মৃত্যু, মরদেহ পৌঁছাল চট্টগ্রামে

সংযুক্ত আরব আমিরাতের কারাগারে মৃত্যু হওয়া জুলাইযোদ্ধা আব্দুল হামিদের মরদেহ দেশে আনা হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০টা ১০ মিনিটে বিমানের ফ্লাইট (বিএজি ১২৮) যোগে তার মরদেহ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

আব্দুল হামিদ রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের গুজরা নোয়াপাড়া এলাকার আব্দুল ছালামের ছেলে।

পরিবারের দাবি তিনি ২২ সেপ্টেম্বর আমিরাতের আবুধাবিতে কারাবন্দি অবস্থা মারা গেছেন।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, সকাল ১০টা ৫৫ মিনিটে আনুষ্ঠানিকভাবে মরদেহটি তার ছোট ভাই সোহেল এবং স্ত্রী কোহিনূর আক্তারের কাছে হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অংচিং মারমা, বিমানবন্দর কর্তৃপক্ষের প্রতিনিধি, চট্টগ্রামের জেলা প্রশাসনের প্রতিনিধি।

জানা গেছে, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে জুলাই আন্দোলনে অংশ নেওয়ার অভিযোগে গত ২১ এপ্রিল দেশটির আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করে এবং এরপর থেকে তিনি আবুধাবি আল-সদর কারাগারে বন্দি ছিলেন। কারাগারে থাকাকালীন আব্দুল হামিদ পরিবারের সঙ্গে মাত্র দুইবার যোগাযোগ করেছিলেন বলে তার স্ত্রী জানিয়েছেন।

সর্বশেষ