১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ইরানের সঙ্গে এবার কাজ করবে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার মন্ত্রিসভা এখন ইরানের সঙ্গে কাজ করবে।বিবিসি জানায়, মন্ত্রিসভা বৈঠকে ট্রাম্প গাজার ভবিষ্যৎ নিয়েও মন্তব্য করেছেন।

শুক্রবার (১০ অক্টোবর) এব প্রতিবেদনে এ খবর দিয়েছে ইরানভিত্তিক মেহর নিউজ। 

তিনি বলেছেন, গাজা ধীরে ধীরে অঞ্চলের ধনী দেশগুলো দ্বারা পুনর্গঠিত হবে। তিনি বলেন, ‌‘তাদের তৈরি করা গাজার জন্য আশ্চর্যজনক ফল বয়ে আনবে। এ ধরনের উদ্যম আমি আগে দেখিনি।’

ট্রাম্প দাবি করেন, ‘ইরান এখন শান্তিতে কাজ করতে চায়। তারা আমাদের জানিয়েছে এবং সম্পূর্ণরূপে এই শান্তিচুক্তির পক্ষে আছে। তারা মনে করছে, এটি একটি চমৎকার উদ্যোগ।’ 

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে এই শান্তিচুক্তি বাস্তবায়নে কাজ করবে।

বিবিসি আরও জানিয়েছে, ট্রাম্প মিশর ও দখলকৃত ফিলিস্তিন সফর করবেন, তবে গাজা ভ্রমণ করবেন না।

এদিকে, যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার নতুন করে ইরানের তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস রপ্তানিতে সাহায্য করার অভিযোগে ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। 

যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের বিদেশী সম্পদ নিয়ন্ত্রণ কার্যালয় (ওএফএসি) এক বিজ্ঞপ্তিতে ৫০-এর বেশি ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজকে এই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।

এতে তিনজন ভারতীয় নাগরিকও রয়েছেন বলে জানানো হয়েছে। ট্রেজারি বিভাগ জানিয়েছে, এটি ইরানের শক্তির রপ্তানি ব্যবস্থার ‘মূল উপাদানগুলো ভেঙে দেওয়ার’ অংশ।

সর্বশেষ