নিখোঁজের ৫ দিন পর উদ্ধার করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তুরাগ থানার সাবেক কমিটির যুগ্ম আহ্বায়ক কে এম মামুনুর রশিদ মামুনকে। তবে কে বা কারা তাকে অপহরণ করেছিল তা এখনও জানা যায়নি।
আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে তাকে নারায়ণগঞ্জের পূর্বাচল থেকে উদ্ধার করা হয়। পরে চিকিৎসার জন্য রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে নেয়া হয়।
প্রসঙ্গত, রোববার সকালে পাঞ্জাবি পায়জামা পড়ে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন মামুন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে স্থানীয় থানায় ডায়েরি করা হয়েছিল।