১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ভারতের উত্তরপ্রদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ৮

ভারতের উত্তরপ্রদেশের বুলন্দশহরে ট্রাক্টরে একটি কন্টেনারের ধাক্কায় প্রাণ হারিয়েছেন ৮ পুণ্যার্থী। এ ছাড়া এতে কমপক্ষে ৪৩ জন আহত হয়েছেন।

সোমবার (২৫ আগস্ট) ভোরে বুলন্দশহরের ঘাটাল গ্রাম সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছে এক শিশু ও দুই নারী।

পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। খবর এনডিটিভি

দেশটির পুলিশ জানায়, দুর্ঘটনার সময় প্রায় ৬০-৬১ জন ভক্ত ট্রাক্টরে চেপে যাচ্ছিলেন উত্তরপ্রদেশের কাসগঞ্জ থেকে রাজস্থানের গোগামেড়ি মেলায়। হঠাৎ পেছন থেকে একটি কন্টেনার ট্রাক বেপরোয়াভাবে এসে ধাক্কা মারে। এতে ট্রাক্টরটি উল্টে যায়।

আহতদের দ্রুত খুরজার কৈলাশ হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসকদের মতে, বাকি আহতরা আপাতত স্থিতিশীল থাকলেও তিনজনের অবস্থা উদ্বেগজনক। তাদের ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে।

সর্বশেষ