সূরা আন-নসর (সুরা নসর) – পূর্ণাঙ্গ তাফসীর
সূরা পরিচিতি
নাম: আন-নসর (সাহায্য)
আয়াত সংখ্যা: ৩
নাযিলের স্থান: মদিনা
বিষয়বস্তু: আল্লাহর সাহায্য, ইসলামের বিজয়, নবীজীর মিশনের সমাপ্তি, তাওবা ও ইস্তিগফার।
—
সূরার আয়াতসমূহ
১ম আয়াত:
إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ
“যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয়।”
➡ এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সুসংবাদ দিচ্ছেন যে, শীঘ্রই ইসলামের বিজয় হবে।
“নসরুল্লাহ” বলতে বোঝানো হয়েছে আল্লাহর পক্ষ থেকে সাহায্য।
“ফাতহ” বলতে বোঝানো হয়েছে মক্কা বিজয়।
—
২য় আয়াত:
وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا
“আর আপনি দেখবেন মানুষ দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করছে।”
➡ মক্কা বিজয়ের পর হাজার হাজার মানুষ ইসলাম গ্রহণ করে। আরবের গোত্রেরা একের পর এক ইসলাম কবুল করে।
➡ এ আয়াত ইসলামের ব্যাপক প্রসারের সুসংবাদ দিচ্ছে।
—
৩য় আয়াত:
فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ إِنَّهُ كَانَ تَوَّابًا
“অতএব, আপনার রবের প্রশংসাসহ তাঁর পবিত্রতা ঘোষণা করুন এবং তাঁর নিকট ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী।”
➡ এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে শিক্ষা দেওয়া হয়েছে—
আল্লাহর বিজয়ের পর অহংকার না করে কৃতজ্ঞ হতে হবে।
আল্লাহর প্রশংসা ও তাসবীহ বলতে হবে।
সর্বদা ইস্তিগফার করতে হবে।
—
মূল শিক্ষা ও তাৎপর্য
1. আল্লাহর সাহায্য ছাড়া বিজয় সম্ভব নয় – মুসলমানদের জন্য বিজয় আসে তখনই, যখন তারা আল্লাহর উপর ভরসা করে।
2. মক্কা বিজয় ইসলামের মোড় পরিবর্তনকারী ঘটনা – এ বিজয়ের পর ইসলাম দ্রুত ছড়িয়ে পড়ে।
3. ইসলামের প্রসার আল্লাহর প্রতিশ্রুতি – দলে দলে মানুষ ইসলাম কবুল করেছে।
4. বিজয়ের পর আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ – অহংকার বা গর্ব নয়, বরং বিনয়ী হয়ে আল্লাহর প্রশংসা ও ইস্তিগফার করতে হবে।
5. নবীজীর মিশন সমাপ্তির ইঙ্গিত – মুফাসসিরগণ বলেন, এই সূরা ছিল নবীজীর ওফাতের পূর্বাভাস। কেননা তাঁর দায়িত্ব পূর্ণ হয়েছে।
—
সংক্ষিপ্ত তাফসীর সারাংশ
সূরাটি ইসলামের চূড়ান্ত বিজয়ের সংবাদ দেয়।
বিজয়ের পর মুসলমানদের কর্তব্য হলো:
তাসবীহ (سبحان الله বলা, আল্লাহর পবিত্রতা ঘোষণা করা)
হামদ (আলহামদুলিল্লাহ বলা, কৃতজ্ঞতা প্রকাশ করা)
ইস্তিগফার (ক্ষমা প্রার্থনা করা)
সূরা নসর নবীজীর জীবনের শেষ সূরা হিসেবে একটি বিদায় সূচনা করে।