৪ঠা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই সফর, ১৪৪৭ হিজরি

ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় নিহতের সংখ্যা বাড়ছে

ইসরায়েলের জরুরি সেবা জানিয়েছে, মধ্য ইসরায়েলে ইরানের ড্রোন হামলায় অন্তত চারজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।

সংস্থাটি বলছে, যে চারজন মারা গেছে তাদের মধ্যে ৬০ বছর বয়সী ও ৮০ বছর বয়সী দুইজন নারী, ১০ বছর বয়সের এক শিশু ও একজন তরুণী রয়েছেন।

এর আগে সংস্থাটি জানায়, হামলায় ৯৯ জন আহত হয়েছেন, যার মধ্যে চারজন গুরুতর অবস্থায় রয়েছেন।

এছাড়া ইসরায়েলের বাট ইয়াম অঞ্চলে হামলায় অন্তত তিনজন মারা যাওয়ার খবর জানিয়েছিল ইসরায়েলের জরুরি সেবা বিভাগ।

অন্যদিকে ইরানে কতজন মারা গিয়েছে, সে সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানা যায়নি। তবে ইরানের দক্ষিণ-পশ্চিমের ইস্ট আজারবাইজানের গভর্নর ৩০ জন সেনা সদস্যসহ মোট ৩১ জনের মারা যাওয়ার খবর নিশ্চিত করেন। বিবিসির পক্ষ থেকে এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

খবর বিবিসির

সর্বশেষ