২৬শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা রবিউস সানি, ১৪৪৭ হিজরি

এবার বৃষ্টির মতো ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুঁড়ল ইরান

ইসরায়েলের রাজধানী তেল আবিবে মুহূর্মুহূ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান।গতকাল শুক্রবার রাত থেকে ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় মিসাইল ছুড়তে শুরু করে ইরান। এতে ইসরায়েলের অন্তত একজন নিহত ও ৪০ জন আহতের খবর মিলেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফের দাবি, ইসরায়েলের দিকে ১০০টির কম ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। তবে তার মধ্যে অল্প কিছু ইসরায়েলে আঘাত হেনেছে।

আইডিএফের মুখপাত্র এফি ডেফরিন বলেন, কিছু আঘাত হয়েছে, তবে বেশিরভাগই প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছে। তিনি সতর্ক করে বলেন, রাতে আরও হামলা হতে পারে, তাই সাধারণ মানুষকে আশ্রয়কেন্দ্রের কাছাকাছি থাকতে অনুরোধ করা হচ্ছে।

সর্বশেষ