৪ঠা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই সফর, ১৪৪৭ হিজরি

৩০০ আসনে ভোট করতে চায় গণ অধিকার পরিষদ : রাশেদ খান

আগামী সংসদ নির্বাচনে গণ অধিকার পরিষদ ৩০০ আসনে ভোট করতে চায় এবং নির্বাচন নিয়ে এখনও কোনো দলের সঙ্গে আলোচনা হয়নি—বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

আজ শনিবার (১৪ জুন) বিকেল ৫টায় গণ অধিকার পরিষদ ঝিনাইদহ জেলা শাখার গণ-শোভাযাত্রা শেষে রাশেদ খান এসব কথা বলেন।

রাশেদ খান আরও বলেন, গণ অধিকার পরিষদের সভাপতি নূরুল হকের ওপর হামলা অত্যন্ত নিন্দনীয়। তিনি বিএনপির তৃণমূল নেতাকর্মীদের এমন আচরণকে দুঃখজনক বলে উল্লেখ করেন।

গণ শোভাযাত্রায় ঝিনাইদহ জেলা গণ অধিকার পরিষদের সভাপতি শাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক ইকবাল জাহিদ রাজনসহ দলটির অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। গণ-শোভাযাত্রাটি শহরের সিটি কলেজের সামনে থেকে শুরু হয়ে আরাপপুর স্ট্যান্ডে এসে শেষ হয়।

সর্বশেষ