১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

২৫ বছর পর ভারতে টেস্ট সিরিজ জিতল দ.আফ্রিকা

২৫ বছর পর ভারত সফরে টেস্ট সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। ইডেন গার্ডেন ও গুয়াহাটি টেস্টে ভারতকে পরাস্ত করে প্রোটিয়ারা। 

কলকাতায় সিরিজের প্রথম টেস্টে তিন দিনের মধ্যে হেরেছিল ভারত। ঘরের মাঠে এ নিয়ে সর্বশেষ সাত টেস্টের মধ্যে পাঁচটিতেই হারল ভারত।

এর আগে সর্বশেষ ২০০০ সালে হান্সি ক্রনিয়ের অধিনায়কত্বে ভারতে টেস্ট সিরিজ জিতেছিল দক্ষিণ আফ্রিকা। 

গুয়াহাটি টেস্টে দক্ষিণ আফ্রিকার দেওয়া ৫৪৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত হারে ৪০৮ রানের বিশাল ব্যবধানে। রানের হিসাবে টেস্ট ক্রিকেটে এটাই ভারতের সবচেয়ে বড় ব্যবধানে হার।

চতুর্থ দিন ২ উইকেটে ২৭ রান নিয়ে শেষ করা ভারত আজ পঞ্চম ও শেষ দিনে ৪৮ ওভার ব্যাট করে ১১৩ রান তুলতেই ৮ উইকেট হারায়। দ্বিতীয় ইনংসে ভারত অলআউট হয় ১৪০ রানে।

টেস্ট ক্রিকেটে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড হলো ৪১৮। ভারত যে পাহাড়সম (৫৪৯ রান) লক্ষ্য পেয়েছিল, সেটা শুরু থেকেই ছিল অসম্ভব এক স্বপ্ন। এমন লক্ষ্য সামনে নিয়ে ব্যাটিংয়ে নামা ভারতের হয়ে একজনই শুধু লড়ার চেষ্টা করেছিলেন, রবীন্দ্র জাদেজা। তিনি ৮৭ বলে ৫৪ রানের ইনিংস খেলেন।

ভারতের দ্বিতীয় ইনিংসে সবচেয়ে বড় আঘাত হানেন প্রোটিয়া স্পিনার সাইমন হারমার। ৩৭ রানে ৬ উইকেট নিয়ে ভারতের ব্যাটিং লাইনআপকে গুঁড়িয়ে দেন তিনি। দুই ইনিংস মিলিয়ে এই টেস্টে তার শিকার ৯ উইকেট।

ভারতের মাটিতে হারমারের রেকর্ড রীতিমতো ঈর্ষণীয়। ৪ টেস্টে তার মোট উইকেট এখন ২৭টি। এর মধ্য দিয়ে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ডেল স্টেইনকে পেছনে ফেলে ভারতের মাটিতে দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ উইকেটশিকারি এখন হারমার।

দুই টেস্টে সর্বোচ্চ ১৭ উইকেট নিয়ে সিরিজ সেরা হন হারমার। ভারতের প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া মার্কো ইয়ানসেন ম্যাচসেরা।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা: ৪৮৯ ও ২৬০/৫ (ডিক্লেয়ার)

ভারত: ২০১ ও ১৪০ ( জাদেজা ৫৪, সুদর্শন ১৪, পন্ত ১৩, জয়সোয়াল ১৩; হারমার ৬/৩৭, মহারাজ ২/৩৭, মুতুসামি ১/২১)

ফল: দক্ষিণ আফ্রিকা ৪০৮ রানে জয়ী

ম্যাচসেরা: মার্কো ইয়ানসেন (দক্ষিণ আফ্রিকা)

সিরিজসেরা: সাইমন হারমার (দক্ষিণ আফ্রিকা)

সিরিজ: দুই ম্যাচের সিরিজ ২–০ তে জিতল দক্ষিণ আফ্রিকা

সর্বশেষ