২৫শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা রবিউস সানি, ১৪৪৭ হিজরি

হায়দরাবাদে ভবনে আগুন, ৮ জনের মৃত্যু

হায়দরাবাদে চারমিনারের কাছে বহুতল ভবনে আগুন। এই অগ্নিকাণ্ডে দুই শিশু-সহ অন্তত আট জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ভারতের সংবাদ সংস্থা পিটিআই। তবে হতাহতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। চলছে উদ্ধারকাজ।

রবিবার সকালে পুরনো হায়দরাবাদ শহরে চারমিনারের কাছে ‘গুলজ়ার হাউস’ নামের বহুতল বাড়িটিতে আগুন লাগে। খবর দেওয়া হয় দমকলকে। বেশ কয়েক জনকে নিরাপদে বাড়ির বাইরে বার করে আনা গেলেও এখনও ভিতরে আটকে রয়েছেন বেশ কয়েক জন। আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসার পর শুরু হয়েছে উদ্ধারকাজ। ঘটনাস্থলে গিয়েছে উদ্ধারকারী দল। উদ্ধারকাজে তদারকি করছেন স্থানীয় বিধায়ক।

কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ঘিঞ্জি ওই এলাকায় বৈদ্যুতিক লাইনে শর্ট সার্কিট হওয়ার ফলেই আগুন লাগে। উদ্ধারকাজের অগ্রগতি নিয়ে মন্ত্রীদের কাছে জানতে চান তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। নিহতদের পরিবারকে সমবেদনা জানাতে ফোনও করেন তিনি।

সর্বশেষ