গাজায় ইসরাইলের যুদ্ধের অবসান ঘটাতে যুদ্ধবিরতি চুক্তির ঘোষণায় উল্লসিত ফিলিস্তিনিরা। যুদ্ধবিরতির খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দক্ষিণ গাজার খান ইউনিসের বাসিন্দারা রাস্তায় নেমে উদযাপন করতে শুরু করে। খবর আল জাজিরার।
ইসরাইলি আক্রমণ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনায় স্বস্তি প্রকাশ করেছেন গাজার বাসিন্দারা।
গাজার বাসিন্দা আব্দুল মাজিদ আবদ রাব্বো বলেন, ‘এই যুদ্ধবিরতির জন্য আল্লাহকে ধন্যবাদ জানাচ্ছি। রক্তপাত ও হত্যাযজ্ঞের অবসান হবে। গাজার সবাই অনেক খুশি।’
গাজার আরেক বাসিন্দা খালেদ শাত বলেন, ‘এই মুহূর্তকে ঐতিহাসিক বলে মনে হচ্ছে, ফিলিস্তিনিদের দীর্ঘ প্রতীক্ষার ক্ষণ। কিছুক্ষণ আগে রাস্তায় আমরা যে উচ্ছ্বাস দেখেছিলাম তা গণহত্যা গণহত্যা থেকে মুক্তির আনন্দে।’
গাজায় আল জাজিরার সংবাদদাতা হানি মাহমুদ জানান, উপত্যকার যুদ্ধবিধ্বস্ত জনগোষ্ঠী স্বস্তির নিঃশ্বাস ফেলবে। তিনি বলেন, ‘এটি একটি ঐতিহাসিক মুহূর্ত এবং ব্যক্তিগতভাবে বলতে গেলে দারুণ স্বস্তির।’
কয়েক মাস ধরে ইসরাইল-সৃষ্ট দুর্ভিক্ষের পর, সকলের দৃষ্টি এখন খাদ্য এবং চিকিৎসা সরবরাহ কখন শুরু করা যাবে সেদিকে।
গাজা যুদ্ধ বন্ধ ও জিম্মি মুক্তির বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া ২০ দফা পরিকল্পনার প্রথম পর্যায় বাস্তবায়নে রাজি হয়েছে ইসরাইল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। বুধবার সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে একথা জানান প্রেসিডেন্ট ট্রাম্প।