চট্টগ্রাম: বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, চট্টগ্রাম মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুছ বলেছেন, বাকলিয়াবাসীকে সাথে নিয়ে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে হবে। সংগঠনের আদর্শ ও লক্ষ্যসমূহ জনগণের কাছে পৌঁছে দিতে প্রত্যেক রুকনের আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালন করা প্রয়োজন।
শনিবার (৬ ডিসেম্বর) রাতে বাকলিয়া থানা জামায়াত কার্যালয়ে আয়োজিত রুকন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সংগঠনের সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করতে হলে প্রতিটি ইউনিটকে সমন্বিতভাবে কাজ করতে হবে এবং সামাজিক-মানবিক কার্যক্রম আরও বেগবান করতে হবে।
বাকলিয়া থানা আমীর সুলতান আহমদের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি নুর আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে সংগঠনের বর্তমান কর্মকাণ্ড, সাংগঠনিক উন্নয়ন, সদস্যদের করণীয় ও স্থানীয় পর্যায়ের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন থানা নায়েবে আমীর আবুল মনছুর, কর্মপরিষদ সদস্য মফিজুর রহমান, মুহাম্মদ নাছির, কামাল হোসাইন, আহমাদুল হক, জমির আলম, শেখ আহমদ, ওয়াহিদ মোরশেদ, এরফানুল আজীম চৌধুরী, নাছির সওদাগর, সুলতান ইয়াছিন, ইয়াকুব আলীসহ নেতৃবৃন্দ ও রুকনরা।