৪ঠা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই সফর, ১৪৪৭ হিজরি

রাজধানীর শ্যামল পল্লী বস্তিতে আগুন

রাজধানীর মিরপুর ১৩ নম্বরের শ্যামল পল্লী বস্তিতে আগুন লেগেছে। আজ রোববার (১৮ মে) সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

খবর পেয়ে রাত ৮টা ১০মিনিটে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে পাঠানো বার্তায় জানা গেছে, শেষ খবর পাওয়া পর্যন্ত বর্তমানে মিরপুর ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।

এ ছাড়া কুর্মিটোলা ও পল্লবী ফায়ার স্টেশন থেকে দুটি করে মোট চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে।

তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং কোনো হতাহতের তথ্য জানা যায়নি।

সর্বশেষ