১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

রাজধানীর বাড্ডায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

রাজধানীর বাড্ডায় স্থানীয় এক বিএনপি নেতাকে এলোপাতাড়ি গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত কামরুল আহসান সাধন গুলশান থানা বিএনপির যুগ্ম সম্পাদক।

গতকাল রবিবার রাত আনুমানিক সারে ১১টায় মধ্য বাড্ডা গুদারা ঘাট এলাকায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, ঘটনার সময় ওই ব্যক্তি গুদারাঘাট এলাকায় চায়ের দোকানে চেয়ারে বসে কয়েকজনের সঙ্গে গল্প করছিলেন। ওই সময় দুজন গুলি করে পালিয়ে যান। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।’

নিহতের ভাগ্নে জিহাদ বলেন, ‘বাড্ডায় ওনাকে এলোপাতাড়ি গুলি করে হত্যা করা হয়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে আমরা জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে নিয়ে আসি। এখানে চিকিৎসকরা তাকে দেখে মারা গেছেন বলে জানান।’

তিনি আরও বলেন, ‘বাড্ডা থানায় আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি। কারা এই ঘটনা ঘটিয়ে এখন পর্যন্ত আমরা জানি না।’

প্রত্যক্ষদর্শীদের বরাতে নিহতের ভাগনি জামাই ইসমাইল হোসেন জানান, দুজন শ্যুটার এলোপাতাড়ি গুলি ছুড়েছে।দুজনই মাস্ক পড়া ছিলেন। গুলিতে তিনি ঘটনাস্থলেই পড়ে যান। এরপর ফাঁকা গুলি করতে করতে পালিয়ে যায় সন্ত্রাসীরা।

সর্বশেষ