৪ঠা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই সফর, ১৪৪৭ হিজরি

ভারতের উত্তরাখণ্ডে হেলিকপ্টার বিধ্বস্ত, ৫ পর্যটক নিহত

ভারতের উত্তরাখণ্ডে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচ পর্যটক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে রাজ্যের উত্তরকাশীর কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

এনডিটিভি বলছে, হেলিকপ্টারটিতে প্রায় ছয়জন ছিলেন, যার মধ্যে পাঁচজন নিহত এবং একজন আহত হয়েছেন বলে জানা গেছে। যাত্রী ভর্তি হেলিকপ্টারটি দেরাদুন থেকে হারসিল হেলিপ্যাডের দিকে যাচ্ছিল।

প্রতিবেদনে জানানো হয়, পুলিশ, সেনাবাহিনী, দুর্যোগ ব্যবস্থাপনা দল এবং অ্যাম্বুলেন্স উত্তরকাশীর কাছে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

সর্বশেষ