৪ঠা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই সফর, ১৪৪৭ হিজরি

ব্যবসায়ী সিন্ডিকেট গড়ে রাষ্ট্রকে অকার্যকর করার ষড়যন্ত্রে লিপ্ত: শামসুজ্জামান হেলালী

চট্টগ্রাম-১০ আসনের প্রার্থী, নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, “সৎ ও আমানতদার ব্যবসায়ীরা কিয়ামতের দিন নবীদের সাথী হবে। তাদের মর্যাদা আকাশচুম্বী। রাষ্ট্রের অর্থনীতির ভারসাম্য রক্ষায় ব্যবসায়ীদের ভূমিকা অপরিসীম।”

তিনি বলেন, “বর্তমানে কিছু অসৎ, মুনাফালোভী ও মজুদদার ব্যবসায়ী সিন্ডিকেট গড়ে গরিব মানুষের রক্ত চুষছে। তারা বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে জনগণকে কষ্টে ফেলছে এবং রাষ্ট্রকে অকার্যকর করার ষড়যন্ত্রে লিপ্ত।”

১৪ জুন পাহাড়তলী রেলওয়ে বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় অধ্যক্ষ হেলালী আরও বলেন, “আগামী জাতীয় সংসদ হবে ইসলামের বিজয়ের সংসদ। এই সংসদ হবে সৎ, দায়িত্বশীল ও জনগণের কল্যাণে নিবেদিত ব্যবসায়ীদের জন্য একটি ব্যবসাবান্ধব ও ন্যায্য পরিবেশের প্রতীক। সেই সংসদে লুটপাট ও দুর্নীতির অবসান ঘটবে। সাধারণ মানুষ ফিরে পাবে শান্তি ও স্বস্তি।”

তিনি অভিযোগ করে বলেন, “ইসলামের বিজয় ঠেকাতে দুর্নীতিপরায়ণ চক্রগুলো একজোট হয়েছে। তারা জামায়াতের নেতাদের মিথ্যা মামলায় জড়িয়ে শহীদ করেছে। এই অন্যায়ের হিসাব তাদের সারাজীবনেও শোধ হবে না। ইনশাআল্লাহ, কোনো অপশক্তিই জামায়াতে ইসলামীর অগ্রযাত্রা রুখে দিতে পারবে না।”

সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মো. কামাল উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন পাহাড়তলী থানা জামায়াতের আমির নুরুল আলম এবং সাবেক থানা আমির নাছির উদ্দীন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সমিতির সেক্রেটারি আবুল হাশেম, থানা জামায়াতের সেক্রেটারি আহসান উল্লাহ, ওয়ার্ড জামায়াত সভাপতি জসিম উদ্দীন, কাউন্সিলর প্রার্থী এড. মাহবুবুল আলম। সমিতির পক্ষে বক্তব্য দেন মুহাম্মদ মহসিন, রাশেদ কোম্পানি, এম. মোজাহের আলম ও আরিফ খান।

 

সর্বশেষ