১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে অপসারণ

হাইকোর্টের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে অপসারণ করেছেন রাষ্ট্রপতি।

আজ বৃহস্পতিবার (২২ মে) সুপ্রিম কোর্ট প্রশাসন এ তথ্য জানিয়েছেন।

রাষ্ট্রপতির প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রতিবেদন অনুসারে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ৯৬ এর দফা (৬) মোতাবেক বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারক পদ থেকে ২১ মে ২০২৫ খ্রি. তারিখে অপসারণ করেছেন।

এ সংক্রান্ত প্রজ্ঞাপন গতকাল বুধবার (২১ মে) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে জারি করা হয়।

এর আগে গত ২০ মার্চ বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির হায়াতকে সংবিধানের ৯৬ অনুচ্ছেদের দফা (৬) অনুযায়ী অপসারণ করেন রাষ্ট্রপতি।

সর্বশেষ