২৫শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা রবিউস সানি, ১৪৪৭ হিজরি

নাটোরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

নাটোরের নলডাঙ্গায় পঞ্চগড় থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মো. মনিরুল ইসলাম (২৫) নামে মানসিক ভারসাম্যহীন এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (০১ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশনের প্লাটফর্মের উত্তরে রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনিরুল ইসলাম উপজেলার ভট্টপাড়ার পূর্বপাড়া গ্রামের মো. সিদ্দিক প্রামাণিকের ছেলে।

মাধনগর রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. উজ্জ্বল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, রেলওয়ের সান্তাহার থানা পুলিশ সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে আইনি ব্যবস্থা নিচ্ছে।

সর্বশেষ