বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর রেল সেক্টরের নেতৃবৃন্দের সাথে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারন সম্পাদক ও চট্টগ্রাম মহানগরীর এস এম লুৎফর রহমান এর সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
রেল সেক্টরের সভাপতি মো: মনিরুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে উক্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন মহানগরীর সহ-সভাপতি মকবুল আহমেদ ভূঁইয়ার , সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হামিদুল ইসলাম , রেল সেক্টরের সহ-সভাপতি আসাদ উল্ল্যাহ শিশির, রেল সেক্টর এর সাধারন সম্পাদক মো: এমরান হোসাইন, রেল সেক্টর এর অর্থ সম্পাদক মো: মাহমুদুল হাসান সহ রেল সেক্টর ও ফেডারেশন এর নেতৃবৃন্দ।
প্রধান অতিথি এস এম লুৎফর রহমান বলেন, রেলওয়ে দেশের খুবই সম্ভাবনাময় একটি খাত। কিন্তু দীর্ঘদিন থেকে দুর্নীতি ও অনিয়মের কারণে রেলওয়ে অলাভজনক খাতে পরিণত হয়েছে। অসৎ ও দুর্নীতিপরায়ণ ব্যক্তিদের দাপটে সৎ, দক্ষ ও কর্মতৎপর জনশক্তিরা কোণঠাসা হয়ে পড়েছে। অবিলম্বে রেলওয়েকে এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে হবে। শ্রমিক-কর্মচারীদের হয়রানি বন্ধ করতে হবে। শ্রমিক-কর্মচারীদের সকল ন্যায্য দাবিদাওয়া মেনে নিতে হবে। দুর্নীতি ও অনিয়ম দূর করে রেলওয়েকে পরিপূর্ণ শৃঙ্খলায় ফেরাতে হবে। প্রয়োজনীয় সংস্কার এবং সৎ ও দক্ষ কর্মকর্তা-কর্মচারীদের মূল্যায়ন করলে রেলওয়ে অচিরেই লাভজনক খাতে পরিণত হবে।
প্রধান অতিথি এস এম লুৎফর রহমান তার বক্তব্যে রেল সেক্টর এর দাবীসমূহ দ্রুত বাস্তবায়ন করার জন্য জোর দাবী করেন।