১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

জামায়াত ক্ষমতায় এলে নারীদের অধিকারকে অগ্রাধিকার দেবে : আব্দুল হালিম

জনগণের রায় যদি আমাদের দিকে আসে, আমরা সবার অধিকার নিশ্চিত করব এবং নারীদের অধিকার ও নাগরিকদের সম্মানকে অগ্রাধিকার দেব বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম।

রোববার (৭ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, জুলাই অভ্যুত্থানকে আমরা সবাই স্বীকৃতি দিচ্ছি, কিন্তু তার আইনি স্বীকৃতি হচ্ছে না। এজন্য গণভোট অপরিহার্য…এবং আমরা চাই তা জাতীয় নির্বাচনের আগেই হোক এবং নির্বাচন ফেব্রুয়ারির মধ্যেই হতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে ইসলাম শব্দটা যুক্ত থাকার ফলে অনেকে মনে করেন যে, অধিকার সীমাবদ্ধ হয়ে যাবে। ইসলাম নারী অধিকারে বিশ্বাস করে। এটা ঠিক যে আমরা ইসলামী নিয়মকানুন প্রতিষ্ঠা করার কথা বলে থাকি। কেন বলি? কারণ ইসলামী নিয়ম কানুন প্রতিষ্ঠিত হলে সব ধর্মের নাগরিক অধিকার, তার সম্মান ও মর্যাদা নিশ্চিত হবে।

জামায়াতের আমির বলেছেন, আমি আমার দেশের নাগরিকদের দুই ভাগে ভাগ করতে চাই না। অর্থাৎ সংখ্যালঘু-সংখ্যাগুরু এসব কিছুই থাকবে না। কারণ জামায়াত এ তত্ত্বে বিশ্বাস করে না। সুতরাং জনগণের রায় যদি আমাদের দিকে আসে, আমরা সবার অধিকার নিশ্চিত করব। আমরা নারীদের অধিকার ও নাগরিকদের সম্মানকে অগ্রাধিকার দেব।

প্রধান অতিথি বলেন, আমরা প্রতিহিংসার রাজনীতি নয় বরং ন্যায্যতার রাজনীতিতে বিশ্বাস করি। আমরা ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। আসুন সবাই মিলে আমরা সম্প্রীতির রাজনীতি শুরু করি।

সভায় উপস্থিত ছিলেন– সংগঠনের মহাসচিব ইকবাল হাসান স্বপন, প্রেসিডিয়াম সদস্য ফারুক মিয়া, সেলিম পারভেজ, আবুল বাশার, চেয়ারম্যান ছাবের আহাম্মদ প্রমুখ।

সর্বশেষ