বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গুণী মানুষ যখন বেঁচে থাকে তখন তাঁর মূল্য কেউ বোঝে না। যখন মারা যায় তখন বুঝতে পারে।
গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত নগর জামায়াতের সদ্যঃপ্রয়াত নায়েবে আমির ও চট্টগ্রাম কালচারাল একাডেমির প্রধান পৃষ্ঠপোষক ড. আ জ ম ওবায়েদুল্লাহ স্মরণে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম কালচারাল একাডেমি এই অনুষ্ঠানের আয়োজন করে।
জামায়াতের আমির বলেন, ‘ড. আ জ ম ওবায়েদুল্লাহ ছিলেন বিশ্বাসের পক্ষে জীবন্ত উপন্যাস। উনি একজন মানুষ, যাঁকে দেখা যেত, শোনা যেত এবং পড়া যেত। মানুষ সাধারণ ছুটির দিনে পরিবারকে সময় দেয়, কিন্তু উনি পরিবারকে সময় দিতে পারেননি। উনি তাদের জানিয়ে দিয়েছিলেন তিনি জাতির কাজে নিয়োজিত।
উনার ওপর আমাদের গুরুত্বপূর্ণ তিনটা উইং—সাহিত্য, সংস্কৃতি ও শিক্ষার দায়িত্ব ছিল।’
তিনি আরো বলেন, ‘আমাদের কঠিন সময়ে যখন আমরা দেশের বাইরে পাড়ি দিতে পারছিলাম না বড় কোনো প্রয়োজনে, তখন তাঁর মতো দ্বিতীয় আরেকজন লোক আমার হাতে ছিল না। উনাকে বলার পর কোনো দিন লোকটা বলে নাই, দেশের বাইরে যে যাব আমার হাতে কাজ আছে। উনি বহুমুখী প্রতিভার মানুষ ছিলেন।
এ ছাড়া গতকাল জামায়াতের আমির চট্টগ্রাম মহানগর উত্তর, দক্ষিণ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা এবং কক্সবাজার জেলা ছাত্রশিবিরের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।