১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

এভাবেই আজ ফিরে আসতে পারতেন দেলাওয়ার হোসাইন সাঈদী : সারজিস আলম

জামায়াতনেতা এটিএম আজহারুল ইসলাম মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পাওয়ায় আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের পর এবার প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম। তিনি বলেন, “মৃত্যুদণ্ডের আদেশপ্রাপ্ত জামায়াতনেতা এটিএম আজহার আজকে মিথ্যা মামলা থেকে মুক্তি পেয়েছেন। হয়তো এভাবেই আজ আমাদের মাঝে ফিরে আসতে পারতেন সালাউদ্দিন কাদের চৌধুরী কিংবা দেলোয়ার হোসেন সাঈদী!”

আজ মঙ্গলবার (২৭ মে) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে তার নিজের ফেসবুক প্রোফাইলে এক প্রতিক্রিয়ায় সারজিস আলম একথা বলেন।

এনসিপির এই নেতা বলেন, “মৃত্যুদণ্ডের আদেশপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহার আজকে মিথ্যা মামলা থেকে মুক্তি পেয়েছেন।”

“আওয়ামী দুঃশাসনের শিকার, মিথ্যা মামলায় জীবন হারানো এমন কিছু মানুষকে আজ মনে পড়ছে। হয়তো সালাহউদ্দিন কাদের চৌধুরী কিংবা দেলোয়ার হোসেন সাঈদী আমাদের মাঝে আজ এভাবেই ফিরে আসতে পারতেন! ফিরে আসতে পারতেন নাম না জানা গুম, খুন, বিচার বহির্ভূত হত্যার শিকার হওয়া হাজারো আমাদের ভাই-বোন।”

সারজিস আলম আরও বলেন, “কিন্তু সেই সুযোগ আর নেই। আমাদের যাদের সুযোগ হয়েছে এই মা, মাটি ও দেশের জন্য কিছু করার, তারা যেন সৌভাগ্যক্রমে পাওয়া এই সুযোগ এবং আমানতের খেয়ানত না করি।”

সর্বশেষ