২৬শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ইয়েমেনে ইসরাইলের ব্যাপক বিমান হামলা, নিহত ৮

ইয়েমেনের রাজধানী সানায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে যুদ্ধবাজ ইসরাইল। এতে কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১৪২ জন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দেশটির একাধিক স্থানে চালানো হয়েছে বিমান হামলা। হুথি নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিক হিসাবে এই হামলায় ৮ জন নিহত এবং ১৪২ জন আহত হয়েছেন।

মন্ত্রণালয় আরও জানায়, হামলাটি বেসামরিক ও সেবামূলক স্থাপনায় আঘাত হেনেছে।

হামলার বিষয়ে ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, হামলায় হুথি জেনারেল স্টাফের নিয়ন্ত্রণ সদর দপ্তর, নিরাপত্তা ও গোয়েন্দা কম্পাউন্ড এবং সামরিক শিবিরকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, ‘আমরা সানায় হুথি সন্ত্রাসী সংগঠনের বহু সন্ত্রাসী ঘাঁটিতে শক্তিশালী আঘাত হেনেছি।’

এর একদিন আগে সশস্ত্র গোষ্ঠী হুথি ইসরাইলের লোহিত সাগর উপকূলীয় শহর এলাতের একটি হোটেলে ড্রোন হামলার দাবি করেছিল। তাদের এই হামলার প্রতিক্রিয়ায় পালটা হামলা চালালো তেল আবিব।

হুথি-নিয়ন্ত্রিত আল মাসিরাহ টিভি জানিয়েছে, ইসরাইলি হামলায় দাহবান বিদ্যুৎকেন্দ্র এবং বেশ কয়েকটি আবাসিক এলাকাও লক্ষ্যবস্তু হয়েছে।

ইয়েমেনের বাসিন্দারা রয়টার্সকে জানিয়েছেন, হামলাগুলো সানার দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে চালানো হয়।

একজন প্রত্যক্ষদর্শী বলেন, ‘এটা ভয়াবহ। পুরো এলাকা ধুলোয় ঢেকে গিয়েছিল। রাস্তায় চলার সময় আমি ডজনখানেক নারী ও শিশুকে রক্তে লেপ্টানো অবস্থায় দেখেছি।’

সর্বশেষ