১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আকাশসীমা খুলে দিয়েছে জর্ডান

ইরান-ইসরায়েল উত্তেজনার কারণে একদিন বন্ধ থাকার পর জর্ডান তার আকাশসীমা পুনরায় খুলে দিয়েছে। দেশটির বেসামরিক বিমান চলাচল কমিশন জানিয়েছে, স্থানীয় সময় শনিবার (১৪ জুন) সকাল ৭টা ৩০ মিনিটে জর্ডানের আকাশসীমা পুনরায় স্বাভাবিক করা হয়েছে।

ইসরায়েল ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে জর্ডান বেসামরিক বিমান চলাচলের জন্য তার আকাশসীমা বন্ধ করে দিয়েছিল। এটি আঞ্চলিক সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যে একটি সতর্কতামূলক পদক্ষেপ ছিল।

জর্ডান সরকারের মুখপাত্র মোহাম্মদ আল-মোমানি পূর্বে জানিয়েছিলেন যে, দেশটি তার আকাশসীমা লঙ্ঘন করতে দেবে না। তিনি জোর দিয়ে বলেছিলেন যে, জর্ডান কোনো সংঘাতের যুদ্ধক্ষেত্র হবে না। এই অবস্থান থেকেই আঞ্চলিক উত্তেজনা প্রশমনের লক্ষ্যে এই দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সর্বশেষ