জামায়াতে ইসলামীর নারায়নগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার বলেন, ১৬ বছর ফ্যসিবাদের শাসনামলে আমরা আপনাদের কাছে কোন কথা বলতে পারিনি। কোন কাজ নিয়ে আসতে পরিনি। আমাদেরকে মৌলোবাদ স্বাধীনতা বিরোধী ইত্যাদি বলে বছরে পর বছর মানষের কাছ থেকে মানুষের ভালোবাসা থেকে আমাদের কে যোজন যোজন দুরে তারা রেখেছিলো।
বাংলাদেশ জামায়াতে ইাসলামী সিদ্ধিরগঞ্জ দক্ষিন থানা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়নগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার। উক্ত সমাবেশে সিদ্ধিরগঞ্জ দক্ষিন থানা শাখার আমির আলহজ কফিল আহমাদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ মহানগর সেক্রেটারী ইঞ্জিঃ মনোয়ার হোসাইন ও সহকারী সেক্রেটারী মোহাম্মদ জামাল হোসাইন।
আবদুল জব্বার বলেন, আজকে বাংলাদেশে ৫৩ বছর পরে হলেও নতুন করে বাংলাদেশের মানুষ এটি বুঝতে সমর্থ হয়েছে মিথ্যা কোন জিনিস দিয়ে সত্যকে কোন ভাবেই দাবিয়ে রাখা যায় না। সেই যায়গা থেকে আজকে আমরা এই এলাকার ভাইদেরকে বোনদেরকে ও সবাইকে বলতে চাই মানুষের মনগড়া মতবাদ দিয়ে অতীতে যেভাবে শান্তি শৃঙ্খলা প্রতিষ্টিত হয়নি ঠিক তেমনি সামনে ও সুন্দর সুন্দর কথা বলে আপনাদেরকে বোকা বানানো যাবে কিন্তু মানুষের মনগড়া মতবাদ দিয়ে এই সমাজে কোন ভাবেই কনোদিন শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না। এই জমিন একমাত্র আল্লাহ। আর আল্লাহর জমিনে আইন চলবে শুধু আল্লাহ। আল্লাহর আইন বাস্তবায়ন হলে নারিদের যে সম্ভ্রম ইজ্জত সেটিকে সুনিশ্চিত করা হবে, শ্রমিকের অধিকার শুনিশ্চিত করা হবে। যুব সমাজকে মাদকের হাতথেকে উদ্ধার করে তাদেরকে আমরা হাতে হাতে কাজ দেব ইনশাআল্লাহ। সামনে আমরা নতুন সমাজ গড়তে চাই। এই নতুন সামাজে চাদাবাজি আর দান্ধাবাজি এগুলোকে আর পশ্রয় দেওয়া যাবেনা এবং নিজেরাও আর এসব করা যাবে না। এগুলোর জন্য আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। তাই আসুন নতুন সমাজ গড়তে সঠিক সিদ্ধান্ত নেওয়ার এখনি সময়। সামনের দিনগুলোতে আমরা কি ভালো থাকতে চাই নাকি বিগত সময়ের মত অন্ধকার সমাজেই হাটবো এই প্রশ্ন করেন তিনি।
উক্ত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, নারায়নগঞ্জ মহানগর কর্মপরিষদ সদস্য বশিরুল হক ভূইয়া, থানা নায়েবে আমির আব্দুল গফুর, থানা সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম রনি প্রমুখ।