১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পরিস্থিতি ইঙ্গিত করছে এবার বিজয় ইসলামের পক্ষেই আসবে ইনশাআল্লাহ — অধ্যক্ষ হেলাল

চট্টগ্রাম-১০ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী, নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, “বর্তমান পরিস্থিতি ইঙ্গিত করছে এবারের বিজয় ইসলামের পক্ষেই আসবে ইনশাআল্লাহ।” তিনি আরও বলেন, “দীর্ঘ ৪৫ বছর আমাদের কথা বলার সুযোগ দেয়া হয়নি। কিন্তু আল্লাহর রহমতে এখন পরিস্থিতির পরিবর্তন হচ্ছে। জনগণ ধীরে ধীরে আমাদের প্রতি আস্থা ও বিশ্বাস ফিরে পাচ্ছে। ক্ষমতার মোহে আমরা যেন পরকালকে ভুলে না যাই। আমানত রক্ষা ও সততার প্রশ্নে জামায়াত সর্বদা আপোসহীন থাকবে ইনশাআল্লাহ।”

চট্টগ্রাম-১০ আসনের প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালীর সমর্থনে হালিশহর রেসিডেন্সিয়াল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ২৫ নং রামপুর ওয়ার্ডের জি ব্লক সাংগঠনিক ওয়ার্ড সভাপতি শাহারাজ হোসাইন এবং সঞ্চালনা করেন সংগঠনের রোকন অ্যাডভোকেট মনিরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ হেলালী। তিনি জনগণের সহযোগিতা ও অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, “ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য। আমরা জনগণের সেবা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে বদ্ধপরিকর।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি আবু তালেব চৌধুরী, হালিশহর থানার নায়েবে আমির ড. শাহাদাত হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন বন্দর ইসলামী শ্রমিক সংঘের সেক্রেটারি মো. ইয়াসিন, অ্যাডভোকেট আবসার রশিদ চৌধুরী, আইয়ুব আলী, মো. নুর উদ্দিনসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

উপস্থিত ছিলেন ডবলমুরিং থানার এসিস্ট্যান্ট সেক্রেটারি সাইফুল ইসলাম, রামপুর ওয়ার্ডের সেক্রেটারি মোহাম্মদ আলমগীর, ফরিদ উদ্দিন নিজামী, নজরুল ইসলাম, দেলোয়ার হোসেনসহ স্থানীয় বিভিন্ন দায়িত্বশীল নেতারা।

সর্বশেষ