২৮শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

পাকিস্তানকে ‘হোয়াইটওয়াশ’ করে এশিয়া কাপ জিততে ২ বদল আসছে ভারতে

এশিয়া কাপের ফাইনালে আজ ভারত মুখোমুখি পাকিস্তানের। এবারের আসরে আরও দুই বার দুই দল মুখোমুখি হয়েছে। দুই বারই ভারত জিতেছে; প্রথম বার ৭, পরের বার ৬ উইকেটে। 

‘সিরিজ’ জেতা হয়ে গেছে ভারতের, তবে আগের দুই ম্যাচের গুরুত্ব এই ম্যাচ থেকে ঢের কম। আজকের ম্যাচ যে ফাইনাল! এই ম্যাচ জিততে পারলে পাকিস্তানকে ‘হোয়াইটওয়াশ’ করা যাবে, হেরে বসলে অবশ্য আগের দুই জয়েরও মূল্য থাকবে না। এমন পরিস্থিতিতে দাঁড়িয়েই আজ ভারত মুখোমুখি হচ্ছে পাকিস্তানের। এই ম্যাচে ভারত একাদশে দুই বদল আসতে পারে। 

ফাইনালের আগে অবশ্য বড় একটা ধাক্কা খেতে বসেছিল ভারত। শ্রীলঙ্কার বিপক্ষে আগের ম্যাচে হার্দিক পান্ডিয়া আর অভিষেক শর্মা ক্র্যাম্প পেয়ে বসেছিলেন। যার ফলে ভারতের ফিল্ডিংয়ের সময় একটা বড় অংশ দুজনকেই দেখা গেছে ডাগ আউটে বসে থাকতে।

এরপর শুরু হয়েছিল শঙ্কা। ফাইনালে তারা খেলবেন তো? এমন প্রশ্ন উঠছিল ভারতীয় সংবাদ মাধ্যমে। তবে ভারত জানিয়েছে দুজনের ফাইনাল খেলতে কোনো সমস্যা নেই। 

এরপরও অবশ্য ভারত একাদশে পরিবর্তন আসতে চলেছে বিশাল। শ্রীলঙ্কার বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচে খেলোয়াড়দের বিশ্রাম খুব একটা দেওয়া হয়নি। তবু যে দুজন বিশ্রাম পেয়েছিলেন, তাদের দুজন হলেন জাসপ্রিত বুমরাহ আর শিভম দুবে। তাদের দুজনকেই আজ ফেরানো হবে একাদশে। যার ফলে আগের ম্যাচে খেলা আরশদীপ সিং আর হারশিত রানার জায়গা হবে আবার বেঞ্চে। এছাড়া আর কোনো পরিবর্তন আসছে না ভারত একাদশে।

ভারতের সম্ভাব্য একাদশ–

অভিষেক শর্মা, শুবমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, সাঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, শিভম দুবে, অক্ষর পাটেল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, যশপ্রীত বুমরাহ।

সর্বশেষ