২৮শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

খাগড়াছড়িতে সংঘাত: শান্ত থেকে সম্প্রীতি রক্ষার আহ্বান জেএসএসের

মারমা এক কিশোরী ‘ধর্ষণের’ ঘটনাকে কেন্দ্র করে খাগড়াছড়িতে ‘সাম্প্রদায়িক সহিংসতার’ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সবাইকে সম্প্রীতি রক্ষার আহ্বান জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)।

পার্বত্য জেলা শহরটিতে পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে উত্তেজনা বাড়তে থাকার মধ্যে শনিবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির তরফে উভয় পক্ষকে শান্ত, সর্বোচ্চ ধৈর্য ও সংযম প্রদর্শনের অনুরোধ করা হয়েছে।

এতে বলা হয়, দেশের চলমান বাস্তবতা এবং দুর্গাপূজাকে সামনে রেখে আদিবাসী ও বাঙালিদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার উদাত্ত আহ্বান জানাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি।

খাগড়াছড়ির সিঙ্গিনালা এলাকায় গত মঙ্গলবার রাতে অষ্টম শ্রেণি পড়ুয়া এক মারমা স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনার পর থেকেই বিক্ষোভ ও উত্তেজনা চলছে পার্বত্য এই জেলায়।

মারমা স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনাকে কেন্দ্রকে খাগড়াছড়িতে পাহাড়ি আন্দোলনকারী ও বাঙালি অধিবাসীদের মধ্যে উত্তেজনা বাড়তে থাকায় গুইমারা উপজেলা সদরেও ১৪৪ ধারা জারি করা হয়েছে।

শনিবার দুপুর থেকে জেলা শহরের মহাজনপাড়ায় উভয় পক্ষের মধ্যে সাড়ে তিন ঘণ্টা ধরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে বলে জেলা পুলিশ সুপার আরেফিন জুয়েল জানিয়েছেন।

পরে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে

মামলার পর বুধবার সেনাবাহিনীর সহায়তায় পুলিশ শয়ন শীল (১৯) নামে এক তরুণকে গ্রেপ্তার করে। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার জেলায় আধাবেলা সড়ক অবরোধ পালন করেছে ‘জুম্ম ছাত্র-জনতা’।

অবরোধ চলাকালে আন্দোলনকারীদের সঙ্গে বাঙালি অধিবাসীদের পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। এ সংহাত এক পর্যায়ে খাগড়াছড়ি পৌর শহরে ছড়িয়ে পড়লে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এ ঘটনায় রাতে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জেএসএস বলছে, পার্বত্য চট্টগ্রামে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ধর্ষকদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় বারবার ধর্ষণের ঘটনা ঘটছে। এতে অপরাধীরা ঘটনা ঘটিয়ে নিরাপদে পার পেয়ে যাচ্ছে। সেজন্য পাহাড়ে এযাবৎ যতগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে সেসব ঘটনায় অভিযুক্ত ধর্ষকদেরসহ সম্প্রতি সিঙ্গিনালায় সংঘটিত ধর্ষণের ঘটনায় জড়িত ধর্ষকদের দ্রুত গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

একই সঙ্গে শনিবারে সংঘাতকে ‘সাম্প্রদায়িক সহিংসতা’ হিসেবে তুলে ধরে এর তীব্র নিন্দা জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

সেই সঙ্গে এমন সহিংসতার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সর্বশেষ