জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার সময় আইরিশ প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন প্রশ্ন তুলে বলেছেন, নেতানিয়াহু রাতে কীভাবে ঘুমান- তা তার কাছে বোধগম্য নয়। কারণ গণহত্যার মুখে স্বাভাবিক ব্যবসা-বাণিজ্য চলতে পারে না।
সেইসঙ্গে, যে দেশগুলো এক্ষেত্রে প্রভাব রাখতে পারে তাদের প্রতি আহ্বান জানান, যেন জরুরি ও সর্বোচ্চ কার্যকারিতা নিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়।
সাধারণ পরিষদে মার্টিনের এই ভাষণকালে ফিলিস্তিন রাষ্ট্রের সমর্থনে মুহুর্মুহু করতালি ও অভিবাদনে শিক্ত হয়।
তিনি বলেন, গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি হতে হবে, বাকি সমস্ত বন্দিদের মুক্তি দিতে হবে এবং গাজায় মানবিক সাহায্য ও কর্মীদের অবাধ প্রবেশ নিশ্চিত করতে হবে।
ভাষণের পর যখন সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করেন যে, আয়ারল্যান্ডও কি গাজার গণহত্যায় অংশীদার? জবাবে মার্টিন বলেন, দেশগুলোকে পদক্ষেপ নিতে হবে। আমরা সবাই আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার এবং তা নিশ্চিত করার দায়িত্বে রয়েছি।
মার্টিনের বক্তব্যের কয়েক মিনিট আগে ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু সাধারণ পরিষদে বলেন, ইসরাইলকে গাজায় তাদের কাজটি (হামাসকে নির্মূল ও গাজা দখল) যত দ্রুত সম্ভব শেষ করতে হবে।
সেই সঙ্গে তিনি ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতি দেওয়া রাষ্ট্রগুলোর প্রতি বিষোদগার করেন।
পরে মার্টিন উল্লেখ করেন, এই সপ্তাহে ফ্রান্স, ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা ও অন্যান্য দেশগুলো নিঃশর্তভাবে একটি ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতি দিয়েছে।