চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ৩৯ নম্বর ওয়ার্ড (দক্ষিণ হালিশহর) ওয়ার্ড কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি স্টেশনের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে জানা যায়নি।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আলমগীর হোসেন ঢাকা পোস্টকে বলেন, আগুনের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের টিম। ১১টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে জানা যাবে।