ফেডারেশন অব মালয়েশিয়ান ম্যানুফ্যাকচারিংয়ের (এফএমএম) সঙ্গে দ্বিপাক্ষিক সভা করেছেন বাংলাদেশের সরকারি রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধিদল।
ফেডারেশন অব মালয়েশিয়ান ম্যানুফ্যাকচারার্সের সভাকক্ষে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় এফএমএম-এর ডেপুটি প্রেসিডেন্ট জ্যাকব লি এবং বিভিন্ন কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বোয়েসেলের পক্ষ থেকে ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের জন্য এফএমএম’র সদস্যভুক্ত কোম্পানিগুলোর প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি স্বল্পখরচে কর্মী নিয়োগের জন্য বোয়েসেলের সঙ্গে কাজ করার অনুরোধ জানান। এছাড়া শ্রমিক কল্যাণ এবং শ্রমিক সংক্রান্ত দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এফএমএম’র সদস্যরা বাংলাদেশি শ্রমিকদের কর্মদক্ষতার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও বাংলাদেশের শ্রমিকদের নিয়ে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন। এ সময় তারা ভবিষ্যৎ কর্মজগতের বাস্তবতা এবং প্রতিযোগিতার কথা বিবেচনায় নিয়ে বাংলাদেশি কর্মীদের দক্ষতা বৃদ্ধির জন্য আরও বেশি প্রশিক্ষণ প্রদানের ওপর জোর দেন।
সভায় এফএমএম’র পক্ষে আরও উপস্থিত ছিলেন- এফএমএম হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান দাতো নাথান কে সুপ্পিয়া, ডেপুটি চিফ এক্সিকিউটিভ অফিসার হেমা থিরুচেলভাম, সিনিয়র এক্সিকিউটিভ (বিজনেস এনভায়রনমেন্ট ডিভিশন) সোফিনার আব্দুল হালিম।
এছাড়া সভায় অনলাইনে যুক্ত ছিলেন- এফএমএম’র হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট কমিটির ভাইস চেয়ারম্যান মাজলান হারন, সদস্য কারেন ইয়ং, সদস্য ইয়েও চেং পোর, সদস্য, সদস্য হিলমি (কোম্পানি প্রতিনিধি) এবং সদস্য অ্যানি ওই (কোম্পানি প্রতিনিধি)।
এ সময় বাংলাদেশ প্রতিনিধিদলে ভারপ্রাপ্ত হাইকমিশনার মোসাম্মাত শাহানারা মনিকা, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পলিসি অ্যাডভাইজার জিয়া হাসান, একই মন্ত্রণালয়ের উপসচিব হেদায়েতুল ইসলাম মন্ডল, মালয়েশিয়ায় বোয়েসেলের অথোরাইজড এজেন্ট জসওয়ান্ত সিং, বোয়েসেলের জেনারেল ম্যানেজার এবং মালয়েশিয়ার ফোকাল পয়েন্ট নূর আহমেদ এবং হাইকমিশনের প্রথম সচিব (বাণিজ্যিক) প্রনব কুমার ঘোষ উপস্থিত ছিলেন।
এছাড়া ২৩ সেপ্টেম্বর এবং ২৪ সেপ্টেম্বর বোয়েসেল প্রতিনিধিদল মালয়েশিয়ার বিভিন্ন সরকারি দপ্তরের সঙ্গে বাংলাদেশি শ্রমিক নিয়োগসহ শ্রমিকদের প্রশিক্ষণ, এক্রিডিটেশনসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা করেন।