২৫শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা রবিউস সানি, ১৪৪৭ হিজরি

পাকিস্তানে রেললাইনে ২ দফায় বিস্ফোরণ

পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে বিস্ফোরণের জেরে জাফর এক্সপ্রেস নামের একটি ট্রেনের ৬টি বগি লাইচ্যুত হওয়ায় আহত হয়েছেন নারী ও শিশুসহ অন্তত ১২ জন। শুক্রবার প্রদেশের মাসটাঙ জেলায় ঘটেছে এ ঘটনা।

এক প্রতিবেদনে পাকিস্তানের জাতীয় দৈনিক ডন জানিয়েছে, জাফর এক্সপ্রেসের সেই ট্রেনটি বেলুচিস্তানের রাজধানী কোয়েটা থেকে পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ারের দিকে যাচ্ছিল। মঙ্গলবার ভোরের দিকে কোয়েটা রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়ার অল্প কিছুক্ষণ পরেই রেল লাইনে প্রথম বিস্ফোরণ ঘটে এবং থেমে যায় ট্রেন।

পরে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা বিষয়ক ছাড়পত্র পাওয়ার পর ফের চলতে শুরু করে ট্রেন। এবার কয়েক ঘণ্টা চলার পর বেলুচিস্তানের খারান জেলার দাশত এলাকায় ট্রেনটি পৌঁছালে দ্বিতীয় বার বিস্ফোরণ ঘটে রেললাইনে।

দ্বিতীয় বার বিস্ফোরণের জেরে ট্রেনের ৬টি বগি লাইনচ্যুত হয়, সেগুলোর মধ্যে একটি লাইনচ্যুত হয়ে উল্টে যায়। এ ঘটনায় আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে উদ্ধারকারী দল।

ট্রেনটিতে মোট ২৭০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।

জাফর এক্সপ্রেসের ওপর হামলা অবশ্য নতুন কোনো ঘটনা নয়। গত জুনে একবার বেলুচিস্তানের জ্যাকোবাবাদ জেলার কাছে রেল লাইনে বিস্ফোরণের কারণে লাইনচ্যুত হয়েছিল কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেসের ৫টি বগি। হতাহতের কোনো ঘটনা সেবার ঘটেনি।

তার আগে গত ১১ মার্চ পাকিস্তানের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী বালোচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) জাফর এক্সপ্রেসের কোয়েটা থেকে বেলুচিস্তানগামী একটি ট্রেনের ৪৪০ জন যাত্রীকে জিম্মি করেছিল। জিম্মিদের উদ্ধারে সেনাবাহিনী এগিয়ে যায় এবং বিএলএ যোদ্ধাদের সঙ্গে সেনাদের সংঘাত হয়। সেই সংঘাতে বিএলএ-এর ৩৩ জন যোদ্ধা, ২৬ জন যাত্রী এবং ৪ জন সেনাসদস্য নিহত হয়েছিলেন।

সূত্র : জিও নিউজ, ডন

সর্বশেষ