১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ ট্রাম্প ও এরদোগানসহ জাতিসংঘে ভাষণ দেবেন যারা

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮০তম অধিবেশনে এবার বিশ্বের ১৫০টিরও বেশি দেশের নেতা ভাষণ দেবেন। সাধারণ পরিষদের সভাপতি বর্তমানে জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক। তার আহ্বানেই অধিবেশন শুরু হবে।

প্রথা অনুযায়ী, ব্রাজিল সর্বপ্রথম বক্তৃতা করে থাকে। এ ধারা শুরু হয় ১৯৫৫ সালে। এরপর আয়োজক রাষ্ট্র হিসেবে সাধারণত দ্বিতীয় বক্তৃতা করেন মার্কিন প্রেসিডেন্ট। বাংলাদেশ সময় ৭টা ৫০ মিনিটে তার ভাষণ দেওয়ার কথা। 

এবার ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা প্রথম বক্তৃতা দেবেন। তার পরেই বক্তব্য রাখবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে বিশেষ নজর রয়েছে, কারণ লুলা ও ট্রাম্পের সম্পর্ক বর্তমানে বেশ উত্তেজনাপূর্ণ।

ট্রাম্প সম্প্রতি অভিযোগ করেছেন, লুলার সরকার সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোকে রাজনৈতিকভাবে শায়েস্তা করছে। বলসোনারো গত সপ্তাহে ২০২৩ সালের নির্বাচনে পরাজয়ের পর অভ্যুত্থানের ষড়যন্ত্র করার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। 

এরপর আজ আরও ভাষণ দেবেন ইন্দোনেশিয়া, তুরস্ক, পেরু, জর্ডান, দক্ষিণ কোরিয়া, কাতার, সুরিনাম, লিথুনিয়া, পর্তুগাল, উরুগুয়ে, স্লোভেনিয়া, কাজাখস্তান, দক্ষিণ আফ্রিকা, উজবেকিস্তান। 

সর্বশেষ