১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ঢামেকে চিকিৎসকের অবহেলায় শিশুর মৃত্যু:

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকের অবহেলায় এক শিশুর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে রোগীর স্বজনদের সঙ্গে ট্রলি ম্যানদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতের দিকে হাসপাতালের ২১০ নম্বর ওয়ার্ড ও জরুরি বিভাগে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় ট্রলি ম্যান জুয়েলকে ঢামেকের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে ভর্তি করা হয়। ঘটনার পর হাসপাতাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলে পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, রাতে ২১০ নম্বর ওয়ার্ডে এক শিশুর মৃত্যু হলে রোগীর স্বজনরা অভিযোগ করেন, চিকিৎসকের অবহেলার কারণেই শিশুটি মারা গেছে। এ নিয়ে প্রথমে চিকিৎসকের সঙ্গে স্বজনদের তর্কাতর্কি হয়। পরে তারা সেখান থেকে জরুরি বিভাগে চলে আসেন।

জরুরি বিভাগে এসে রোগীর স্বজনদের সঙ্গে দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যদের হাতাহাতির পরিস্থিতি তৈরি হলে ট্রলি ম্যান জুয়েল সেখানে বাধা দেন। এতে স্বজনরা ক্ষুব্ধ হয়ে বাইরে থেকে আরও লোকজন ডেকে এনে জুয়েলকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং রোগীর তিন স্বজনকে আটক করে। আটকরা হলেন—সামির (৩০), সোয়েব (২১) ও রেজাউল (২৫)।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, এই ঘটনায় তিনজনকে পুলিশ ক্যাম্পে আটক রাখা হয়েছে। বিষয়টি শাহবাগ থানা পুলিশকে জানানো হয়েছে।

সর্বশেষ